logo
আপডেট : ৬ মার্চ, ২০২২ ১৪:২২
রাশিয়ার ৮৮ যুদ্ধবিমান-কপ্টার ধ্বংসের দাবি ইউক্রেনের
অনলাইন ডেস্ক

রাশিয়ার ৮৮ যুদ্ধবিমান-কপ্টার ধ্বংসের দাবি ইউক্রেনের

ইউক্রেন যুদ্ধে ৮৮টি যুদ্ধবিমান-কপ্টার খুঁইয়েছে রাশিয়া। আজ রোববার রাশিয়ার আক্রমণের ১১তম দিনে এ দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত কয়েকদিনের যুদ্ধে তারা আগ্রাসনকারী রাশিয়ার ৮৮টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করেছে। এরমধ্যে অন্তত ৩৯টি যুদ্ধবিমান বলে দাবি ইউক্রেনের। বাকিগুলো কপ্টার। 

বেশ কয়েকজন রুশ পাইলটকে আটক করেছে তারা। যদিও তাদের এমন দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি। যদিও শনিবার একটি রুশ হেলিকপ্টার ধ্বংসের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে তাদের বেশ কয়েকশত সেনা নিহতের কথা স্বীকার করেছে। আর বিভিন্ন শহরে ইউক্রেনীয় সেনাদের প্রতিরোধের মুখে তারা কিছুটা মনোবল হারিয়ে ফেলেছে।  

এদিকে রাশিয়ার সেনাবাহিনী  রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরের জনবহুল এলাকা বেছে বেছে হামলা চালাচ্ছে। তারা চেচনিয়া ও সিরিয়া যুদ্ধের কৌশলে ইউক্রেনীয়দের মনোবল ধ্বংস করে দিতেই তারা এভাবে হামলা  চালাচ্ছে।

যুদ্ধের এগারতম দিনে বন্দর শহর মারিয়োপোলে তুমুল লড়াই চলছে ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে। লড়াই চলছে আরেক শহর চেরনোহিভে।

এরইমধ্যে আগামীকাল সোমবার তৃতীয় দফায় শান্তি আলোচনায় বসতে যাচ্ছে ইউক্রেন ও রাশিয়া।

সূত্র: বিবিসি ও সিএনএন।