logo
আপডেট : ৬ মার্চ, ২০২২ ১৬:০৫
মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ
ইউক্রেনে খেলা দেখতে গিয়ে ফেরেননি সেই পাঁচ বাংলাদেশি
কূটনৈতিক প্রতিবেদক

ইউক্রেনে খেলা দেখতে গিয়ে ফেরেননি সেই পাঁচ বাংলাদেশি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন

ইউক্রেনে যে পাঁচ বাংলাদেশিকে মানবঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে তারা দেশটিতে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত হয়েছেন।

রোববার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফরের বিষয়ে অবহিত করার জন্য ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলেও সাংবাদিকরা পরে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রীকে
প্রশ্ন করলে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ইউক্রেনে খেলা দেখতে গিয়ে সেখানে থেকে গিয়েছিলেন পাঁচ বাংলাদেশি। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা অবৈধ হয়ে পড়েছিলেন। এভাবে অনেকেই অনেক জায়গায় বৈধভাবে গিয়ে অবৈধ হয়ে পড়েছেন।

তিনি বলেন, সম্ভবত ঐ পাঁচ বাংলাদেশি অন্য কোনো দেশে যেতে চেয়েছিলেন। কিন্তু, ধরা পড়ে এখন তারা ডিটেনশনে আছেন।