logo
আপডেট : ৬ মার্চ, ২০২২ ১৮:০৭
মোহালি টেস্ট
তিন দিনেই হেরে গেল শ্রীলঙ্কা
ক্রীড়া ডেস্ক

তিন দিনেই হেরে গেল শ্রীলঙ্কা

মোহালি টেস্ট সফরকারী শ্রীলঙ্কা কোনো প্রতিরোধই গড়তে পারেনি। তিনদিনেই হেরে গেছে তারা। ইনিংস ও ২২২ রানের বিশাল ব্যবধানে হেরেছে। ৮ উইকেটে ভারতের করা ৫৭৪ রানের জবাবে শ্রীলঙ্কা উভয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রথম ইনিংসে ১৭৪ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৭৮ পর্যন্ত যেতে সমর্থ হয়েছে।

বিশাল জয়ের পাশাপাশি মোহালি টেস্ট ছিল ভারতের জন্য ল্যান্ডমার্ক ও মাইলস্টোনের এক ম্যাচ। বিশেষ করে তৃতীয় দিনটি। ৯ উইকেট নিয়ে রবীন্দ্র জাদেজা হয়েছেন ম্যাচ সেরা। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন চার উইকেট। এখানে শেষ নয়। ব্যাট হাতে অসাধারণ এক ইনিংস খেলেছেন। এমনই ইনিংস যে উইকেট না পেলেও ম্যাচ সেরা হওয়ার পথে তার রানটাই ছিল যথেষ্ঠ। ১৭৫ রানে অপরাজিত ছিলেন তিনি।

রবীন্দ্র জাজেদা ভারতের ষষ্ঠ ক্রিকেটার যিনি একই ম্যাচে ১৫০ বা তার বেশি রান করার পাশাপাশি পাঁচ বা তার বেশি উইকেট শিকার করেছেন। এমন কৃতিত্ব জাদেজার একটা আফসোস বাড়িয়ে দিয়েছে। একটা উইকেটের আফসোস। একটা উইকেট পেলে তিনি একই ম্যাচে ১৫০ বা তার বেশি রানের পাশাপাশি প্রথম ক্রিকেটার হিসেবে ১০ উইকেট শিকারের কীর্তি গড়তে পারতেন।

অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিন ম্যাচে শিকার করেছেন ৬ উইকেট। প্রথম ইনিংসে দুই উইকেট। আর দ্বিতীয় ইনিংসে তার শিকার সংখ্যা চার। ছয় উইকেট শিকার করে তিনি টপকে গেছেন ভারতের কিংবদন্তী বোলার কপিল দেবকে। অশ্বিন এখন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি।

শ্রীলঙ্কা ব্যাটিং ও বোলিং উভয় ডিপার্টমেন্টে নাস্তানাবুদ হয়েছে। তাদের বোলাররা যেমন সমীহ আদায় করতে পারেনি, তেমনি ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। রানের বিচারে বলা যায় প্রথম ইনিংস থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ইনিংসে ভালো করেছে। মাত্র চার রান বেশি করেছে দ্বিতীয় ইনিংসে। উভয় ইনিংসে মাত্র একটা করে হাফ সেঞ্চুরি। তবে সে দুটো মোটেও হৃষ্টপুষ্ট নয়, বরং দুর্বল। দ্বিতীয় ইনিংসে উইকেটরক্ষক নিরোশান ডিকভেলা করেছেন হাফসেঞ্চুরি। ৫১ রান করেছেন। ভারতীয় বোলারদের তোপে শ্রীলঙ্কার ছয় ব্যাটার দুই অংকে যেতে পারেননি। তার মধ্যে রানের খাতা খুলতেই পারেননি তিনজন।

প্রথম ইনিংসেও ছয় ব্যাটার দুই অংকে যেতে পারেননি। সে সময় অবশ্য ‘শূন্যে’র সংখ্যা বেশি ছিল। চার ব্যাটার রান করতে পারেননি প্রথম ইনিংসে।