logo
আপডেট : ৬ মার্চ, ২০২২ ১৯:০৩
নিত্যপণ্যের দাম কমানোর দাবি: সপ্তাহব্যাপী কর্মসূচি সিপিবি’র
নিজস্ব প্রতিবেদক

নিত্যপণ্যের দাম কমানোর দাবি: সপ্তাহব্যাপী কর্মসূচি সিপিবি’র

নিত্যপণ্যের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আগামী ১০ থেকে ১৬ মার্চ দেশব্যাপী এসব কর্মসূচি পালন করা হবে।

রোববার (৬ মার্চ) দলটির নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে সপ্তাহব্যাপী এসব কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে বলা হয়েছে, চাল, ডাল, তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, দক্ষ ও দুর্নীতিমুক্ত টিসিবি এবং ন্যায্য মূল্যের দোকান চালু, মূল্যবৃদ্ধির ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙা, রেশনিং, গণবণ্টন ব্যবস্থা চালুর দাবিতে আগামী ১০ থেকে ১৬ মার্চ দেশব্যাপী হাটসভা, পথসভা, পদযাত্রা, সমাবেশ, বিক্ষোভের মাধ্যমে দাবি সপ্তাহ পালন করবে সিপিবি।

১০ মার্চ জেলায় বিক্ষোভের মাধ্যমে দাবি সপ্তাহের কর্মসূচি শুরু হবে।

দলটির নেতারা এসব কর্মসূচি সফল করতে পার্টির সকল জেলা-উপজেলা ও শাখার প্রতি আহ্বান জানিয়েছেন।