logo
আপডেট : ৬ মার্চ, ২০২২ ১৯:৩৬
ক্রেতা সেজে সয়াবিন তেল মজুতকারীকে জরিমানা ভোক্তা অধিকারের
রাজশাহী ব্যুরো

ক্রেতা সেজে সয়াবিন তেল মজুতকারীকে জরিমানা ভোক্তা অধিকারের

রাজশাহীতে ক্রেতা সেজে এক মুদি দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ৮০০ লিটার বোতলজাত সয়াবিন তেল লুকিয়ে রেখে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করায় দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৬ মার্চ) দুপুর দেড়টার দিকে নগরীর হাদীর মোড় এলাকার শাহাবুদ্দিন স্টোরে এ অভিযান চালায় রাজশাহী বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ।

তিনি বলেন, ‘হাদীর মোড়ের শাহাবুদ্দিন স্টোর নামের ওই দোকানে সব পণ্য থাকলেও সয়াবিন তেল নেই। কারণ জানতে চাইলেও উত্তর দিতে পারেননি দোকান মালিক জুয়েল রানা। সুবিশাল দোকানে সয়াবিন তেল নেই, বিষয়টি সন্দেহজনক হওয়ায় আশপাশের লোকজনের দাবির প্রেক্ষিতে গোডাউন দেখতে চাওয়া হয়। ‘

তিনি আরও বলেন, ‘দোকানের বিপরীত পাশের তিন তলা বাসার দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ৮০০ লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। এসব তেল লুকিয়ে রেখে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করেছেন দোকান মালিক। তাই দোকান মালিক থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।’

একইসঙ্গে মজুদ করা সব তেল আগামী দুই দিনের মধ্যে বাজারে ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।