logo
আপডেট : ৭ মার্চ, ২০২২ ১০:০৪
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি
ইউক্রেনে ৬০০ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া
অনলাইন ডেস্ক

ইউক্রেনে ৬০০ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ইউক্রেনের একটি বহুতল ভবন

ইউক্রেনে রুশ আগ্রাসনের ১২তম দিন আজ সোমবার। রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে এ পর্যন্ত ৬০০ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সেনারা।

শুধু তাই নয়, ইউক্রেন দখলে নিতে রাশিয়া তার সামরিক শক্তির প্রায় ৯৫ শতাংশই মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরু থেকেই ঘনিষ্ঠ নজর রাখছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের ওই কর্মকর্তা জানান, ইউক্রেনের খেরসন, ইরপিন, মাইকোলাইভ শহরে চলমান যুদ্ধ এবং রুশ সেনারা রাজধানী কিয়েভ, খারকিভ, চেরনোহিভ এবং মারিয়োপোল ঘিরে ফেলার যে চেষ্টা চালাচ্ছে, তা নজরে রাখছে যুক্তরাষ্ট্র।

তবে হামলাকারী রুশ বাহিনী এসব শহরে শক্ত প্রতিরোধের মুখে পড়েছে।

এদিকে কিয়েভের দিকে অগ্রসর হওয়া রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ সামরিক বহর এখনো থমকে আছে। এটি কিয়েভ থেকে এখন কতটা দুরে আছে তা জানা যাচ্ছে না। তবে গত সপ্তাহে রুশ সেনাবহরটি আনুমানিক ১৬ মাইল দুরে ছিলো।

তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ বাহিনী রাজধানী কিয়েভে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে। শহরটিতে পূর্ণ সামরিক হামলা চালাতে তারা রসদ জোগাড় করছে।  

সূত্র: সিএনএন