পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ঐতিহাসিক ৭ই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন তাতে পৃথিবীর সব স্বাধীনতাকামীর প্রেরণা রয়েছে।
সোমবার সকালে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে এ প্রতিক্রিয়া জানান তিনি।
এসময় পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘বঙ্গবন্ধুর ভাষণের দিন আমি সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত ছিলাম। জাতির পিতার ভাষণ সরাসরি শোনার সৌভাগ্য আমার হয়েছে।’
বিশ্বে বাংলাদেশের ৮১টি মিশনে দিবসটি উদযাপন করা হচ্ছে বলে জানান তিনি।