logo
আপডেট : ৭ মার্চ, ২০২২ ১৬:৪৪
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ
বেসামরিক নাগরিকদের রাশিয়া ও বেলারুশে নেওয়ার প্রস্তাব, নাকচ ইউক্রেনের

বেসামরিক নাগরিকদের  রাশিয়া ও বেলারুশে নেওয়ার প্রস্তাব, নাকচ  ইউক্রেনের

ইউক্রেনে রাশিয়ার হামলা ও সার্বভৌমত্ব রক্ষায় ইউক্রেন সেনাবাহিনীর প্রতিরোধের মুখে সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় পড়েছে দেশটির সাধারণ নাগরিকরা। প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করা এসব স্থানীয় নাগরিককে  রাশিয়া ও বেলারুশে মানবিক আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছে পুতিন সরকার। আজ সোমবার (৭ মার্চ) এ বিষয়ে একটি পরিকল্পনা ঘোষণা করা হয়েছে দেশটির পক্ষ থেকে। তবে এ প্রস্তাব নাকচ করেছে জেলেনস্কির সরকার।

রাশিয়া ঘোষিত এই পরিকল্পনায় বলা হয়েছে, ইউক্রেনের জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে রাশিয়া ও বেলারুশের দিকে একটি নতুন করিডোর স্থাপন করা হবে।

এই প্রস্তাবে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে রাশিয়ার সামরিক বাহিনী ড্রোন ব্যবহার করেবে।

প্রস্তাবে বলা হয়েছে, কিয়েভের নাগরিকদের সরিয়ে নেওয়ার এই পরিকল্পনায় ড্রোন ব্যবহার করা হবে মূলত একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন মুখপাত্র এই প্রস্তাবটিকে ‘সম্পূর্ণ অনৈতিক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, জনগণের দুর্ভোগকে ব্যবহার করে রাশিয়া তাদের টেলিভিশনে একটি নতুন নাটকীয় খবরের অবতারণা করতে চাইছে।

বিবিসি