logo
আপডেট : ৭ মার্চ, ২০২২ ২০:৩৬
রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইইউ

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইইউ

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট সোমবার বলেছেন ‘ইউক্রেনের নাগরিকদের (মহিলা ও শিশুসহ) ওপর ক্রেমলিনের বেপরোয়া আচরণের প্রতিবাদে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘির সঙ্গে বৈঠকের আগে ব্রাসেলসে দেওয়া এক বক্তৃতায় বলেন, ‘আমরা ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে ইউক্রেনের পরিস্থিতি এবং পুতিনের নেতৃত্বে চলমান নৃশংস যুদ্ধ নিয়ে আলোচনা করতে যাচ্ছি।’

আমরা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বলেন উরসুলা ফন ডার লেইন।

লেইন বলেন, ‘আমরা ইতোমধ্যে রাশিয়ার বিরুদ্ধে তিনটি কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছি।

তবে আমাদের (ইউরোপীয় ইউনিয়ন) এখন নিশ্চিত করতে হবে যে, জারি করা এই নিষেধাজ্ঞাগুলোয় যাতে কোনো খাদ না থাকে। এই অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো যাতে সর্বাধিক হয়।’

তিনি আরো বলেন, ‘আমরা যেই নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার ওপর আরোপ করেছি তা রাশিয়ার অর্থনীতিতে ক্ষত তৈরি করছে। আমরা রাশিয়ার অর্থনীতি নিম্নগামী হতে দেখছি।’

ভন ডের লেইন বলেন, ‘ইইউকে রাশিয়ার গ্যাস, তেল এবং কয়লার ওপর নির্ভরশীলতা কমাতে হবে।

রাশিয়াকে ছাড়া আমরা কীভাবে ইউরোপে তেল ও গ্যাসের চাহিদা পূরণে বৈচিত্র্য আনতে পারি এই নিয়ে একটি প্রস্তাব আগামীকাল পেশ করা হবে’।

জেলেনস্কির রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আহ্বান

এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ওপর অধিকতর কঠোর নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছেন।

‘যদি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন অব্যাহত রাখে এবং ইউক্রেন নিয়ে রাশিয়ার আগের পরিকল্পনা থেকে সরে না আসে তাহলে বুঝতে হবে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রয়োজন আছে।’

‘এই নিষেধাজ্ঞার আওতা হতে পারে রাশিয়া থেকে তেল এবং পেট্রোলিয়াম জাতীয় পণ্য প্রত্যাখ্যান করা।’ বলেন জেলেনস্কি।

সূত্র: সিএনএন।