নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানকে ইঙ্গিত করে সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আপনি তো ত্বকী হত্যার বিচার চেয়েছেন। আপনি তো জানেন ত্বকীকে কে হত্যা করেছে, হত্যাকারী আপনার ঘরে। সাহস থাকলে হত্যাকারীকে ধরিয়ে দিন। তখন বুঝবো আপনি বাংলাদেশের কতো বড় নেতা।’
নারায়ণগঞ্জের বহুল আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৯ বছর উপলক্ষে সোমবার (৭ মার্চ) সন্ধ্যায় নগরীর শেখ রাসেল পার্কে শিশু সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শামীম ওসমানকে উদ্দেশ্য করে আইভী বলেন, ‘মার্চ মাস আসলেই দেখি আপনারা নারায়ণগঞ্জের মানুষকে ভয় দেখানোর মিথ্যা কথা বলেন। আপনের দিন শেষ, আপনার মিথ্যাচারিতা, হটকারিতা, নাটক আমরা সবই জানি। এগুলো বন্ধ করেন।’
আইভী আরও বলেন, ‘এত আলোচিত হত্যাকাণ্ডের বিচার হচ্ছে কিন্তু ত্বকী হত্যার বিচার হচ্ছে না। কেন হচ্ছে না আমরা নারায়ণগঞ্জবাসী জানি। শুধু নারায়ণগঞ্জের মানুষই নয়, সারা বাংলাদেশের পাশাপাশি সারাবিশ্বে যেখানে বাঙালিরা আছেন তারাও অনুধাবন করতে পারেন।’
তিনি বলেন, ‘হত্যার ঘটনাটি র্যাব তদন্ত করলো, খসড়া রিপোর্টে অনেকের নাম বেরিয়ে আসল আর সেটিই মনে হয় আমাদের জন্য কাল হয়ে গেল। প্রভাবশালী ব্যক্তিরা, তাদের সন্তানরা ও আত্মীয় স্বজনরা মিলে ত্বকীকে হত্যা করেছে। কেন হত্যা করেছে তার কারণ, ত্বকীর বাবা প্রতিবাদ করেছিল সাধারণ মানুষের জন্য, বাস ভাড়া কমানোর জন্য।’
নারায়ণগঞ্জের মানুষ যেন সাহস করে কথা বলতে না পারে সেজন্য এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কিন্তু তারা কখনো স্বপ্নেও ভাবেনি মানুষ এভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে। নারায়ণগঞ্জের সব মানুষ ত্বকী হত্যার বিচার চায়।
অনুষ্ঠানে শিল্পী জাহিদ মুস্তাফা ও অশোক কর্মকার, সন্ত্রাস নির্মল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ, মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জের সভাপতি মাহাবুবুর রহমান মাসুম ও ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বক্তব্য দেন।
এ সময় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ বিভিন্ন বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী ও তাদের অভিবাবকরা এ সময় উপস্থিত ছিলেন।