জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারকে চার সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্ধারিত সময়ের মধ্যে হাওলাদার আত্মসমর্পণ করলে তাকে জামিন দিতে বলা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে মামলার নথি তলব করা হয়েছে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিল গ্রহণ করে এ আদেশ দেন হাইকোর্ট। আদালতে দুদকের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকটে খুরশীদ আলম খান।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী থাকাকালে রাষ্ট্রীয় তহবিলের ৪০ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে ১৯৮৯ সালে তৎকালীন দুর্নীতি ব্যুরো রমনা থানায় তার বিরুদ্ধে এ মামলা করে। এ মামলায় গত বছর ৬ ডিসেম্বর রুহুল আমিন হাওলাদারকে খালাস দিয়ে রায় দেন বিচারিক আদালত। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ আপিল গ্রহণ করে রুহুল আমিন হাওলাদারকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।