logo
আপডেট : ৮ মার্চ, ২০২২ ০৮:৩১
মেক্সিকোর ক্লাব ফুটবলে সংঘর্ষে আহত ২৬
ক্রীড়া ডেস্ক

মেক্সিকোর ক্লাব ফুটবলে সংঘর্ষে আহত ২৬

মেক্সিকান ক্লাব ফুটবলে দর্শকদের মধ্যে সংঘাতের জেরে পাঁচ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। কুয়েরেতারো ও আটলাসের মধ্যেকার খেলায় হঠাৎ করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ২৬ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা বেশ গুরুতর।

মেক্সিকোর সান্তিয়াগো ডি কোয়েতারে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের সময় গ্যালারিতে দুই দলের সমর্থকরা সংঘাতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তা মাঠে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় যাদের বহিষ্কার করা হয়েছে তাদের মধ্যে দুইজন নিরাপত্তা কর্মীও রয়েছেন। অন্য যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে সংঘাতের সৃষ্টির পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।

কুয়েরেতারো কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, আহত ২৬ জনের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্তত ১০ জনের অবস্থা মারাত্মক। তাদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, কুয়েরেতারো স্টেডিয়ামে যা ঘটেছে তা ভয়াবহ। যা ঘটেছে তা অগ্রহণযোগ্য এবং মেনে নেওয়ার মতো নয়। মেক্সিকোর সংবাদপত্রে এ ঘটনাকে মেক্সিকোর ফুটবল ইতিহাস সবচেয়ে কালো দিন বলে অভিহিত করা হয়েছে।

এ ঘটনার পর মেক্সিকোর ফুটবল কর্তৃপক্ষ বৈঠকে বসে। সেখানে দুই ক্লাবের সমর্থকদের অ্যাওয়ে ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে।