logo
আপডেট : ৮ মার্চ, ২০২২ ০৮:৫৮
শাস্তির মুখে রুশ জিমন্যাস্ট কুলিয়াক
নিজস্ব প্রতিবেদক

শাস্তির মুখে রুশ জিমন্যাস্ট কুলিয়াক

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভয়াবহ যুদ্ধ অব্যাহত। প্রতিবেশী ইউক্রেনে হামলায় ঘটনায় অনেক দেশই রাশিয়ার বিরোধিতা করছে। তাদের ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। তবে রাশিয়ার পক্ষে যে কেউই নেই, তা নয়। রাশিয়ার সমর্থনেও এগিয়ে এসেছেন বেশকিছু দেশ ও মানুষ। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাচ্ছেন। রাশিয়ান জিমন্যাস্ট ইভান কুলিয়াকও এই তালিকায় রয়েছেন। এই রাশিয়ান জিমন্যাস্ট পদক জয়ের মঞ্চে ইউক্রেনীয় খেলোয়াড় ইলিয়া কোভতুনের পাশে দাঁড়িয়ে যুদ্ধকে সমর্থন করলেন। তিনি নিজের বুকে ইংরেজি অক্ষর ‘জেড' লিখে পদকের মঞ্চে দাঁড়ান। এই প্রতীকটি ইউক্রেনে রাশিয়ান আক্রমণের সমর্থনের প্রতীক হয়ে উঠেছে। ইংরেজি জেড চিহ্নটি রাশিয়ার যুদ্ধ ট্যাংক এবং যুদ্ধযানে আঁকা থাকে। যার অর্থ হচ্ছে ‘জয়’।

চতুর্দশ তাইসান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স বিশ্বকাপে কুলিয়াক এই কান্ড করেছেন। ২ থেকে ৫ মার্চ কাতারের দোহায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অবশ্য বিভিন্ন প্রতিযোগিতায় রাশিয়া এবং তাদের খেলোয়াড়রা এখন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন।

এখন আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন জিমন্যাস্ট ইভান কুলিয়াকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে। একটি বিবৃতিতে ফেডারেশন বলেছে, ‘আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশন জিমন্যাস্টিকস এথিক্স ফাউন্ডেশনকে পুরুষ জিমন্যাস্ট ইভান কুলিয়াকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলবে।’ আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন ইতিমধ্যেই কুলিয়াককে নিষিদ্ধ করেছে।

কুলিয়াক প্রথম রাশিয়ান জিমন্যাস্ট নন যিনি প্রকাশ্যে ইউক্রেনে পুতিনের যুদ্ধে সমর্থন করলেন। গত সপ্তাহে স্বেতলানা খোরকিনা অনলাইনে 'জেড' সাইন শেয়ার করেছেন। খোরকিনা ক্যাপশনে লিখেছেন, ‘যারা রাশিয়ান হতে লজ্জিত নয় তাদের জন্য একটি প্রচারণা।’ খোরকিনা ১৯৯৬ থেকে ২০০৪ পর্যন্ত সাতটি অলিম্পিক পদক জিতেছেন।