রাজধানীর রাজারবাগ শ্রী শ্রী বরদেশ্বরী কালি মন্দিরের পুকুর থেকে গেন্দী বালা নামে ৬৫ বছর বয়সি এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সবুজবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রবিনা আউয়াল জানান, মন্দিরের পুকুরে ভাসছিল ওই নারীর মরদেহ। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এসআই রবিনা জানান, ধারণা করা হচ্ছে, ওই নারী ভবঘুরে ছিলেন। পুকুরের পানিতে পড়ে তিনি মারা গেছেন। সিআইডির ফরেনসিক টিম ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করেছে। তার বাবার নাম চন্দ্র মোহন, বাড়ি লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পূর্ব কাদমা গ্রামে। তার বাড়িতে খবর পাঠানো হয়েছে। স্বজনরা গ্রাম থেকে ঢাকা আসছেন।
গেন্দী বালার মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা রবিনা।