logo
আপডেট : ৮ মার্চ, ২০২২ ১৪:৩২
নারী দিবসের বিশেষ অনুষ্ঠান ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’
বিনোদন প্রতিবেদক

নারী দিবসের বিশেষ অনুষ্ঠান ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুশি কবির, সমন্বয়ক, নিজেরা করি এবং শাহীন আনাম, নির্বাহী প্রধান, মানুষের জন্য ফাউন্ডেশন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শারমিন লাকি।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপট, আমাদের সমাজে নারী এবং বৈশ্বিক তুলনা, সাহিত্য ও শিল্পে নারীর অবদান, একজন মা হিসেবে নারীর ভূমিকা, অর্থনীতিতে নারীর অবদান এবং বিশ্ববিদ্যালয়ে নারীর স্বকীয়তাসহ নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে অনুষ্ঠানে অতিথিগণ সঞ্চালকের সঙ্গে কথা বলেছেন।

সঞ্চালনার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের লেখা কবিতা আবৃত্তি করেছেন শারমিন লাকি।

অনুষ্ঠান ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’বাংলাভিশনে প্রচারিত হবে ৮ মার্চ (মঙ্গলবার) বিকেল ৫টা ৩০ মিনিটে।