logo
আপডেট : ৮ মার্চ, ২০২২ ১৬:০১
৭ মার্চের ভাষণ সব স্বাধীনতাকামী জাতির জন্য এক উজ্জ্বল আলোকবর্তিকা
কূটনৈতিক প্রতিবেদক

৭ মার্চের ভাষণ সব স্বাধীনতাকামী জাতির জন্য এক উজ্জ্বল আলোকবর্তিকা

অস্ট্রেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার সুফিউর রহমান বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বের সকল স্বাধীনতাকামী জাতির জন্য এক উজ্জ্বল আলোকবর্তিকা এবং চিরন্তন অনুপ্রেরণার উৎস।

বাংলাদেশ হাইকমিশন আয়োজিত ৭ মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (৮ মার্চ) অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

এসময় হাইকমিশনার তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক বিচক্ষণতার বিভিন্ন দিক এবং ৭ মার্চ ভাষণের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন।

সুফিউর রহমান ৭ মার্চের ভাষণকে মহাকাব্য উল্লেখ করে বলেন, এ ভাষণের মাধ্যমে বাংলার জনগণের সহস্র বছরের স্বাধীনতা লাভের ন্যায্য দাবির স্ফুরণ ঘটেছিল।

বঙ্গবন্ধু তার এ ভাষণে বাংলার স্বাধীনতা অর্জনের প্রতিটি পদক্ষেপের সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছিলেন।

বাঙালির স্বাধীনতার চেতনার বিকাশে এ ভাষণের ভূমিকার ওপর বিশদ গবেষণার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন সুফিউর রহমান।

হাইকমিশনার বলেন, বঙ্গবন্ধু বাংলার প্রতিটি মানুষের বঞ্চনার অভিজ্ঞতা এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা অনুভব করতেন। তিনি পুরো জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছিলেন। বাংলার মানুষের অধিকারের প্রশ্নে কখনও আপোস করেননি বঙ্গবন্ধু।

বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করেন বাংলাদেশের হাইকমিশনার সুফিউর রহমান।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করা হয়।

এছাড়া ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানবেরাস্থ প্রবাসী বাংলাদেশি এবং হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা।