logo
আপডেট : ৯ মার্চ, ২০২২ ০৯:১৩
সালজবুর্গকে উড়িয়ে বায়ার্ন শেষ আটে
ক্রীড়া ডেস্ক

সালজবুর্গকে উড়িয়ে বায়ার্ন শেষ আটে

প্রথম লেগে নিজেদের মাঠের এফ সি সালজবুর্গ রুখ দিয়েছিল বায়ার্ন মিউনিখকে। ১-১ গোলে বায়ার্ন মিউনিখকে ড্র করেছিল। কিন্তু মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে সালজবুর্গকে নিজেদের মাঠে পেয়ে ক্ষিপ্ত বাঘের মতো ঝাঁপিয়েছিল তারা। আর তাতেই গোল বন্যায় ভেসেছে সালজবুর্গ। একে একে সাত গোল হজম করতে হয়েছে। বায়ার্ন জিতেছে ৭-১ গোলে। ফলে ৮-২ গোল গড় নিয়ে শেষ আটে পৌঁছে গেছে বায়ার্ন মিউনিখ। হ্যাটট্রিক করেছেন বরার্ট লেভানদভস্কি।

বায়ার্ন মিউনিখ প্রথমার্ধেই কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করে ফেলে। আরও একটি পরিস্কার করে বললে ২৩ মিনিটর মধ্যেই তাদের শেষ আটে খেলা নিশ্চিত হয়। এ সময়েই হ্যাটট্রিক পূর্ণ করেন রবার্ট লেভানদভস্কি। হ্যাটট্রিকের তিন গোলের দুটো ছিল পেনাল্টি থেকে। ২১ মিনিটের মধ্যে দুটো পেনাল্টি পায় তারা। দুইবারই লেভানদভস্কি ফাউলের শিকার হন। দুুইবারই পেনাল্টিতে দারুণ দক্ষতার সঙ্গে সালজবুর্গের গোলরক্ষক ম্যাক্সিমিলিয়ান ওবেরকে পরাভ’ত করেন তিনি। প্রত্যেকবারই ওবের ভুল দিকে ঝাঁপিয়েছেন।

২১ মিনিটে লেভানদভস্কি দ্বিতীয় পেনাল্টি থেকে গোল করা দুই মিনিট পরই তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন। এ নিয়ে এ মৌসুমে লেভানদভস্তি ৪২টি গোল করলেন। হ্যাটট্রিকে পোলিশ অধিনায়ক চ্যাম্পিয়ন্স লিগে তার শততম ম্যাচটি স্মরণীয় করে রাখলেন। মাত্র ১১ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম ২৩ মিনিটের মধ্যে এটা প্রথম হ্যাটট্রিক। তবে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এটি দ্রুততম হ্যাটট্রিক নয়। এ কীর্তি বাফেটিম্বি গোমিসের। ২০১১ সালে ডায়নামো জাগরেবের বিপক্ষে লিওঁর এ স্ট্রাইকার মাত্র আট মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন।

এ ম্যাচের তিন গোল নিয়ে লেভানদভস্কি চ্যাম্পিয়ন্স লিগে ৮৫ গোল করেছেন। গোল করার দক্ষতায় তিনি পেছনে ফেলেছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে। মেসির থেকে তিন ম্যাচ কম খেলে তিনি ৮৫ গোল করেছেন। আর রোনালদোর থেকে খেলেচেন ১৭ ম্যাচ কম।

প্রথমার্ধেই গোলের খাতায় নাম লেখান সার্জে ন্যাবরি। এ গোলের পরপরই সালজবুর্গের খেলায় ফেরার সব আশা শেষ হয়ে যায়। বিরতির পরপরই থমাস মুলারের গোলে বায়ার্ন ব্যবধান ৫-০ করে নেয়। ৮৩ ও ৮৫ মিনিটে আরো দুটো গোল পায় বায়ার্ন। মুলার ৮৩ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন। আর ৮৫ মিনিটে লেরয় সানে করেন সপ্তম গোলটি। এর আগে মাউরিটস সালজবুর্গের হয়ে ব্যবধান কমান।