logo
আপডেট : ৯ মার্চ, ২০২২ ২২:৪৩
চবিতে আবারো ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক

চবিতে আবারো ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপ-গ্রুপ বিজয় ও সিএফসির অনুসারীরা ফের সংঘর্ষে জড়িয়েছে। পূর্ব ঘটনার জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।

বুধবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে, মঙ্গলবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের র‍্যাগ-ডে উপলক্ষে আয়োজিত কনসার্টে সিএফসি গ্রুপের কর্মীরা প্রবেশ করতে চাইলে বিজয় গ্রুপের কর্মীরা তাদের বাধা দেয়। এ সময় দু'পক্ষের কর্মীদের মধ্যে হাতাহাতি হয় ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এরপর বুধবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের রব হলের ঝুপড়িতে বিজয়ের এক কর্মীকে মারধরের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়।

পরে সোহরাওয়ার্দী হল ও শাহ আমানত হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়াসহ ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

শেষ খবর পর্যন্ত বড় কোনো সংঘর্ষ না ঘটলেও যেকোনো সময় পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।