logo
আপডেট : ১০ মার্চ, ২০২২ ১২:৩৭
আদিবাসী এলাকায় উন্নয়নের নামে প্রকল্প, ভূমি অধিগ্রহণ বন্ধের দাবি
নিজস্ব প্রতিবেদক

আদিবাসী এলাকায় উন্নয়নের নামে প্রকল্প, ভূমি অধিগ্রহণ বন্ধের দাবি

ডিআরইউতে ‘আদিবাসী ছাত্র-যুব সংগঠনসমূহ’ এর সংবাদ সম্মেলন। ছবি- ভোরের আকাশ

আদিবাসীদের অনুমতি ও সম্মতি ছাড়া আদিবাসী এলাকায় ‘তথাকথিত উন্নয়নের নামে কোনো প্রকল্প গ্রহণ’ না করা এবং ‘অন্যায়ভাবে ভূমি অধিগ্রহণ’ বন্ধসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ)।

‘আদিবাসী ছাত্র-যুব সংগঠনসমূহ’ এর ব্যানারে বৃহস্পতিবার (১০ মার্চ) ডিআরইউর সাগর রুনি মিলোনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।

তাদের অন্যান্য দাবির মধ্যে আছে আদিবাসীদের কৃষি জমিতে প্রস্তাবিত লেক খনন প্রকল্প বাস্তবায়ন দ্রুত বাতিল করা।

আদিবাসী অঞ্চলে আদিবাসীদের ক্ষতি হয় এমন সব প্রকল্প যেমন- ইকোপার্ক, ইকো-ট্যুরিজম, জাতীয় উদ্যান, অবকাশযাপন কেন্দ্র, বাণিজ্যিক-কর্পোরেট পর্যটন বাতিল করা।

কোনো বনভূমি এলাকা সংরক্ষিত, রক্ষিত, অশ্রেণীভুক্ত- না অর্জিত, তা চিহ্নিতকরণ বা ঘোষণার আগে আদিবাসী জনগণের সঙ্গে অর্থপূর্ণ আলোচনা করা।

আদিবাসীদের প্রথাগত অধিকার নিশ্চিতকরণে গৃহীত সব আন্তর্জাতিক চুক্তি ও সনদ, যাতে বাংলাদেশ স্বাক্ষর করেছে, তা দ্রুত বাস্তবায়ন করা এবং আদিবাসীদের সম্মতিক্রমে নীতিমালা প্রণয়ন করা।