logo
আপডেট : ১০ মার্চ, ২০২২ ১৪:০৫
ইউক্রেনে রাসায়নিক অস্ত্রের হামলা চালাতে পারে রাশিয়া!
অনলাইন ডেস্ক

ইউক্রেনে রাসায়নিক অস্ত্রের হামলা চালাতে পারে রাশিয়া!

ইউক্রেনে ভ্যাকুয়াম বোমা হামলার অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে

রাশিয়া ইউক্রেনে রাসায়নিক অথবা জীবাণু অস্ত্রের হামলার পরিকল্পনা করতে পারে বলে হুশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, এ নিয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

বুধবার এক টুইটার বার্তায় জেন সাকি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে জৈব ও রাসায়নিক অস্ত্রের ল্যাবরেটরি চালাচ্ছে বলে রাশিয়া যে দাবি করছে, তা অবান্তর। এমন মিথ্যা দাবি করে মস্কো ইউক্রেনে আক্রমণের ন্যায্যতা প্রতিষ্ঠা করতে চায়। এজন্য ‘নিশ্চিত ষড়যন্ত্র’ করছে রাশিয়া।

এর আগে ব্রিটেন দাবি করেছে, রাশিয়া ইউক্রেনে থার্মোবারিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ভ্যাকুয়াম বোমা নামেও পরিচিত। এই বোমা বাতাসের অক্সিজেন শোষণ করে প্রচণ্ড তাপমাত্রার বিস্ফোরণ ঘটাতে সক্ষম।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তুললেও পাল্টা অভিযোগ তুলেছে মস্কো।

লন্ডনে রুশ দূতাবাস এক বিবৃতিতে দাবি করেছে, ইউক্রেনের গোপন ল্যাবরেটরিতে জৈব অস্ত্রের উপাদান তৈরি হওয়ার প্রমাণ পেয়েছে তারা।

রুশ দূতাবাসের অভিযোগ, এসব অস্ত্র তৈরিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্থায়ন করছে। তবে রাশিয়ার ওই অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

সূত্র: বিবিসি