logo
আপডেট : ১০ মার্চ, ২০২২ ১৫:১১
নতুন মেরুকরণে জাতীয় পার্টির ভবিষ্যত নির্ধারণ হবে: জি এম কাদের
নিজস্ব প্রতিবেদক

নতুন মেরুকরণে জাতীয় পার্টির ভবিষ্যত নির্ধারণ হবে: জি এম কাদের

বর্ধিত সভায় জাতীয় পার্টির নেতারা

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, রাজনীতিতে বড় অস্থিরতা চলছে। রাজনীতির ভবিষ্যৎ অনিশ্চিত। সামনে সৃষ্টি হবে বড় ধরনের মেরুকরণ। এই মেরুকরণের মধ্য দিয়ে জাতীয় পার্টির ভবিষ্যৎ নির্ধারিত হবে।

বৃহস্পতিবার (১০মার্চ) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলটির কেন্দ্রীয় বর্ধিত সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে আওয়ামী লীগ-বিএনপি ও জাতীয় পার্টি তিনটিই বড় রাজনৈতিক দল। নির্বাচনে জাতীয় পার্টিরও প্রথম হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্ধিত সভায় সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

জিএম কাদের বলেন, ‘দেশে রাজনৈতিক সমস্যার অভাব নেই। দ্রব্যমূল্যের দাম সত্যিই বেড়েছে, জনগণের আয় কমে যাচ্ছে। যারা চাকরি করছেন, তাদের বেতন কমিয়ে দেওয়া হচ্ছে।

জনগণের জীবনের নিরাপত্তা নেই। বিনোদন কেন্দ্রে স্বামীর সঙ্গে ঘুরতে গেলেও স্ত্রী ধর্ষণের শিকার হয়। এর বিচার নেই, নেই কোনো জবাবদিহিতা। এসব থেকে আমাদের মুক্তি পেতে হবে।’