logo
আপডেট : ১০ মার্চ, ২০২২ ১৯:৩৮
দেশে ফেরায় টাঙ্গাইলে রবিউলের বাড়িতে আনন্দের আমেজ
জুয়েল রানা, টাঙ্গাইল

দেশে ফেরায় টাঙ্গাইলে রবিউলের বাড়িতে আনন্দের আমেজ

বাবা-মা’র সঙ্গে রবিউল

যুদ্ধের কারণে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক দেশে পৌঁছেছেন। ২৮ নাবিকের মধ্যে ছিলেন টাঙ্গাইলের রবিউল।

বুধবার রাতে টাঙ্গাইলের নিজ বাড়িতে এসে পৌঁছান রবিউল। এ সময় তার বাড়িতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর বাড়িতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন রবিউল। তাকে কাছে পেয়ে আনন্দ প্রকাশ করেন পরিবারের সদস্যরা।

ছেলেকে এত দ্রুত দেশে ফিরিয়ে আনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রবিউলের বাবা-মা ও পরিবারের সদস্যরা।

রবিউলের বাবা মোহাম্মদ হোসেন বলেন, ‘আমার ছেলে ঘরে ফিরে এসেছে। এ জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমার ছেলেকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।’

রবিউলের ভাই ডা. আজিজুল ইসলাম বলেন, ‘ভাইকে কাছে পেয়ে খুব আনন্দ লাগছে। আমার ভাইসহ সবাইকে দেশে নিরাপদে ফিরিয়ে আনার জন্য সরকারকে ধন্যবাদ জানাই। আমার ভাইয়ের সঙ্গে থাকা হাদিসুর মারা গেছেন, তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।’

রবিউল ইসলাম বলেন, ‘যে ভয়াবহতার মধ্যে ছিলাম, মনে হয়েছে আর বাবা-মার কাছে আসতে পারবো না । আল্লাহর রহমত এবং সরকারের চেষ্টায় পরিবারের কাছে ফিরে আসতে পেরেছি। সরকার যদি সহযোগিতা না করতো তাহলে দেশে ফিরে আশা সম্ভব হতো না।’