logo
আপডেট : ১০ মার্চ, ২০২২ ২০:৩৩
রাশিয়া না চাইলে এই যুদ্ধ বন্ধ হওয়া সম্ভব নয়: ইউক্রেন
অনলাইন ডেস্ক

রাশিয়া না চাইলে এই যুদ্ধ বন্ধ হওয়া সম্ভব নয়: ইউক্রেন

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এর প্রথম দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে দুটি কাজ করতে হবে। মারিউপোলে মানবিক করিডোর স্থাপন করা এবং চব্বিশ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি কার্যকর করা। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি রাশিয়ার যুদ্ধ বন্ধ করার উদ্দেশ্য না থাকে তবে এই যুদ্ধ বন্ধ হওয়া সম্ভব নয়।

তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ ক্রেমলিনে সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষের কাছে তার বার্তা পৌঁছে দেবেন, যেন মারিউপোলে মানবিক করিডোর স্থাপনের জন্য কাজ শুরু করা হয়।

এর আগে, বৈঠকে যোগ দিতে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা আন্তালিয়ায় যান। বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভও তুরস্কে পৌঁছান। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলিত সাভাসগলুর উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

সূত্র : বিবিসি