logo
আপডেট : ১১ মার্চ, ২০২২ ১৮:০০
আড়াই মাস পর শনাক্ত নামল তিনশর নিচে
অনলাইন ডেস্ক

আড়াই মাস পর শনাক্ত নামল তিনশর নিচে

করোনা ভাইরাস

দেশে করোনা ভাইরাসে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা নেমে এসেছে তিনশর নিচে। আড়াই মাস পর এ অবস্থা দেখা গেল।

স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার (১১ মার্চ) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ১৪ হাজার নমুনা পরীক্ষায় ২৫৭ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে,মৃত্যু হয়েছে ৫ জনের।

দেশে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার শুরু হলে ২৭ ডিসেম্বর শনাক্ত রোগীর সংখ্যা তিনশ পেরিয়ে যায়। জানুয়ারির শেষভাগে তা ১৬ হাজারও ছাড়িয়ে যায়।

সংক্রমণের সেই ধাক্কা সামলে ফেব্রুয়ারি থেকে শনাক্ত রোগীর সংখ্যা কমতে শুরু করে, ২৬ ফেব্রুয়ারি তা হাজারের নিচে নেমে আসে।

বৃহস্পতিবার (১০ মার্চ) ৩২৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ৩ জনের। সেই হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা কমেছে গত একদিনে।

সংক্রমণ বাড়তে বাড়তে দৈনিক পরীক্ষার বিপরীতে শনাক্ত রোগীর হার গত ২৮ জানুয়ারি পৌঁছেছিল ৩৩ শতাংশের রেকর্ড উচ্চতায়। তা কমতে কমতে গত বুধবার ২ শতাংশের নিচে নেমে আসে। শুক্রবার এই হার হয়েছে ১ দশমিক ৮৬ শতাংশ।

দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জন। এর মধ্যে ২৯ হাজার ১০৫ জনের মৃত্যু হয়েছে।