logo
আপডেট : ১১ মার্চ, ২০২২ ২০:১৯
‘ত্বকী হত্যার বিচারের লড়াই, বাংলাদেশকে মুক্ত করার লড়াই’
নারায়ণগঞ্জ প্রতিনিধি

‘ত্বকী হত্যার বিচারের লড়াই, বাংলাদেশকে মুক্ত করার লড়াই’

ত্বকী হত্যার বিচারের লড়াই, বাংলাদেশকে মুক্ত করার লড়াই বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, ‘যারা ত্বকীকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে সারা দেশে লড়াই হচ্ছে। সামনে আরও শক্তিশালী লড়াই হবে।’

শুক্রবার (১১ মার্চ) নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার ৯ বছরের নানা কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘যতদিন ত্বকী হত্যার বিচার না হবে ততদিন বিচার চেয়ে যেতে হবে। খুনি, দখলদার, চাঁদাবাজদের বিরুদ্ধে আওয়াজ জোড়দার করতে হবে। তাদের বিরুদ্ধে মানুষের যে ঘৃনা তা ছড়িয়ে দিতে হবে।’

আনু মুহাম্মদ আরও বলেন, ‘যারা ত্বকীর হত্যাকারী, যারা বন, নদী, নালা, খাল-বিল দখলকারী, যারা চাঁদাবাজী করে মানুষের জীবন দুর্বিসহ করছে তারা ৭১ এর যুদ্ধপরাধীদের উত্তরসূরি। তাই তাদের বিরুদ্ধে সারাদেশে লড়াই হচ্ছে, সামনে আরও শক্তিশালী লড়াই হবে।’


সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী খুশী কবির, মাহাবুবুর রহমান মাসুম ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ।

মানবাধিকারকর্মী খুশী কবির বলেন, ‘আমরা জানি না, আর কত বছর এভাবে ত্বকীর হত্যার বিচারের দাবি নিয়ে আমাদের দাঁড়াতে হবে। এটি শুধু নারায়ণগঞ্জবাসী নয় সারাদেশের জন্য কলঙ্কের।

তিনি আরও বলেন, ‘ত্বকীর বাবা সন্তান হারানোর পর আপস করে নাই, তাই হত্যার বিচার হচ্ছে না। আমরা বলতে চাই, ত্বকীর বাবার মতো দেশে আরও অনেকে আছে যারা এই বিচারহীনতার সংস্কৃতি থাকতে দিবে না। যতদিন ত্বকী হত্যার বিচার না হবে ততদিন আমরা মাঠে থাকবো।’