logo
আপডেট : ১২ মার্চ, ২০২২ ১৩:৪২
ঢাবি অ্যালাইমনাইদের শতবর্ষী মিলনমেলা শুরু
ঢাবি প্রতিনিধি

ঢাবি অ্যালাইমনাইদের শতবর্ষী মিলনমেলা শুরু

শতবর্ষের মিলন মেলা অনুষ্ঠানে অতিথিরা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শতবর্ষী মিলনমেলার অনুষ্ঠান শুরু হয়েছে।

শনিবার (১২ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মিলনমেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রবীণতম শিক্ষার্থী মো. মতিউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, মহাসচিব রঞ্জন কর্মকারসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে ১০ হাজারের বেশি প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণের কথা রয়েছে। এ ছাড়া বিশ্বের ২৫টি দেশের অ্যালামনাই অনুষ্ঠানে যুক্ত হবেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

শতবর্ষের মিলনমেলা উপলক্ষে সকাল ১০টা ৫০ মিনিটে প্রকাশিত গ্রন্থগুলোর মোড়ক উন্মোচন ও ঢাবির ১০০ শিল্পীর ১০০ ছবিতে চিত্রপ্রদর্শনী উদ্বোধন করা হয়।

এরপর সম্মানিত অতিথিরা বক্তব্য রাখবেন। দুপুর ১২টা ২০ মিনিটে ‘বাংলাদেশের পদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান পালিত হবে। এতে সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

তারপর বিকেল সাড়ে ৩টায় ঢাবির ১০০ গুণীজনকে মরণোত্তর সম্মাননা দেওয়া হবে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী সাবিনা ইয়াসমিন একক সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।

এর আগে মিলন মেলা উপলক্ষে করা এক সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ অ্যাসোসিয়েশনের মিলনমেলার অনুষ্ঠানের ব্যাপারে জানান।