logo
আপডেট : ১২ মার্চ, ২০২২ ১৮:৫৮
বিপদের মধ্যে আপদ অর্থনীতির সিন্ডিকেট: ইনু
সিলেট ব্যুরো

বিপদের মধ্যে আপদ অর্থনীতির সিন্ডিকেট: ইনু

অর্থনীতির ভেতরে সিন্ডিকেট বিপদের মধ্যে আপদ হিসেবে দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। শনিবার (১২ মার্চ) দুপুরে সিলেটের দরগা গেটস্থ শহীদ সুলেমান হলে অগ্নিঝরা মার্চ স্মরণে সিলেট জেলা ও মহানগর জাসদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সৃষ্ট পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে হাসানুল হক ইনু বলেন, ‘দুর্নীতিবাজরা ফসল কাটা ইঁদুরের মতো। তারা উন্নয়নের ঘরের সুফল খেয়ে নিচ্ছে। তারা মানুষের পেটে লাথি মারছে। সরকারের মুখে চুনকালি মাখাচ্ছে।’

ইনু আরও বলেন, ‘যথাসময়ে নির্বাচনও করতে হবে আবার এই দুর্নীতিবাজদের সিন্ডিকেটকে ধ্বংস করে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। বৈষম্য কমাতে সমাজতন্ত্রের চশমা পরে অর্থনীতি পাল্টানোর পরিকল্পনাও করতে হবে। কাজটি কঠিন কিন্তু একাত্তরের মতো কষ্টকর নয়।’

তিনি বলেন, ‘উন্নয়ন হয়েছে কিন্তু বৈষম্য ও বঞ্চনা বেড়েছে। সুতরাং কিছু বিষয়ে আমাদের নিষ্পত্তি করতে হবে যদি বাংলাদেশকে আরেক ধাপ সামনে এগুতে হয়।’

সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমেদের সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আনোয়ার, যুক্তরাজ্য জাসদের সভাপতি হারুনুর রশীদসহ জেলা মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।