logo
আপডেট : ১২ মার্চ, ২০২২ ২০:৪০
ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
মেহেরপুর প্রতিনিধি

ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দলকে শক্তিশালী করতে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। শনিবার (১২ মার্চ )বিকেলে মেহেরপুর কমিউনিটি সেন্টারে ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কাজ সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। এজন্য দলকে শক্তিশালী করতে হবে। তাই সব ভেদাভেদ ভুলে দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শে বলীয়ান একটি সংগঠন। বিভিন্ন চড়াই-উৎরাই পার করে আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষের পাশে থেকেছে। বিভিন্ন সময় ষড়যন্ত্র করেও আওয়ামী লীগকে দমানো যায়নি, যাবে না।’

দীর্ঘ ১৮ বছর পর মেহেরপুর পৌর আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলন হওয়ায় খুশি হয়ে মন্ত্রী আরো বলেন, ‘মেহেরপুর একটি ঐতিহ্যবাহী পৌরসভা। দলকে এগিয়ে নিতে মেহেরপুর পৌরসভা বরাবরই উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও রাখবে।’

এ সময় সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান খোকনসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী।

এ সময় পৌরসভার ৯টি ওয়ার্ডের কর্মীদের কণ্ঠ ভোটে ওয়াডগুলো সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত করা হয়।