logo
আপডেট : ১৩ মার্চ, ২০২২ ১৪:৫৯
বিএনপি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করলে সরকারে কেন আ.লীগ: ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি



বিএনপি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করলে সরকারে কেন আ.লীগ: ফখরুল

বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল

দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের উদাসীনতা ও চরম ব্যর্থতাকে দায়ী করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সম্প্রতি মন্ত্রীরা বলছেন দ্রব্যমূল্য বৃদ্ধিতে বিএনপি ও বিএনপির বড় ব্যবসায়ীরা জড়িত৷ কথা হলো এখনো যদি আমরা (বিএনপি) দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করি, তাহলে তারা (আওয়ামী লীগ) সরকারে আছে কেন? যদি বিএনপি এসব নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে তারা পদত্যাগ করে বিএনপিকে ক্ষমতা দিচ্ছে না কেন? বিএনপির হাতে ক্ষমতা দিয়ে দেখেন তারা দাম নিয়ন্ত্রণ করতে পারে কিনা।’

রোববার (১৩ মার্চ )সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও কালিবাড়ির ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘দ্রব্যমূল্যের যেভাবে দাম বেড়েছে তাতে সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। চাল, ডাল, তেল, লবণ, চিনিসহ প্রতিটি দ্রব্যমূল্যের দাম বেড়েছে। এতে করে নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষ হিমশিম খাচ্ছে। মানুষ খেতে পারছে না।’

তিনি বলেন, ‘এই সরকার যেহেতু জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেনি, সে কারণে তাদের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই এবং সেই একই কারণে তারা এসব উদ্ভট কথা বলার সাহস দেখায়। এর দায়ভার গ্রহণ করে সরকারের এখনি পদত্যাগ করা উচিত। এখন নিরপেক্ষ সরকারে হাতে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দেওয়া উচিত।’

জনগণের স্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে মন্তব্য করে ফখরুল বলেন, ‘সরকার সমস্ত রাষ্ট্রযন্ত্র, আইনশৃঙ্খলাবাহিনী ও প্রশাসনকে নিয়ন্ত্রণ করে জনগণের কণ্ঠরোধ করছে৷ সংবাদকর্মীদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা দেওয়া হচ্ছে। ৬০০ এর বেশি সংবাদকর্মীর নামে ডিজিটাল অ্যাক্টে মামলা ও ২০০ সংবাদকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে৷ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সরকার বিরোধী যাতে কেউ কথা বলতে না পারে সেজন্য সেগুলোকে নিয়ন্ত্রণ করতেও নীতিমালা করা হচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর আহমেদ, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনসহ অন্যান্য নেতারা৷