নাপা সিরাপে শিশুদের মৃত্যু প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার (১৩ মার্চ) রাজধানীতে বাংলাদেশে সোসাইটি অব মেডিসিন আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওই ঘটনা তদন্তে জেলার সিভিল সার্জনসহ কর্মকর্তাদের পাঠানো হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে ফার্মেসি থেকে ওষুধ নেওয়া হয়েছে সেখানে বিক্রি বন্ধ রাখা হয়েছে।
তিনি বলেন, সিরাপগুলো সংগ্রহ করা হয়েছে। আমাদের তদন্ত কমিটি কাজ করছে। অপেক্ষা করছি রিপোর্ট কি আসে। সেই রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় যেসব লোক জড়িত আছে, যদি দোষী প্রমাণিত হয় তবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিব।
নাপার ওই ব্যাচের ওষুধ বাজার থেকে সরিয়ে নেওয়া হবে কিনা এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তর যা যা করা প্রয়োজন তা করছে। আমাদের স্বাস্থ্যসেবা বিভাগও বিষয়টির ওপর কাজ করছে।