logo
আপডেট : ১৪ মার্চ, ২০২২ ১৬:১৯
ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রাম বন্ধ করল রাশিয়া

ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রাম বন্ধ করল রাশিয়া

ছবি- দ্য পিট নিউজ

আজ (১৪ মার্চ) সোমবার সকালে রাশিয়ায় বন্ধ হয়ে গেল সকল সোশ্যাল নেটওয়ার্ক। গত শুক্রবারই রাশিয়ার মিডিয়া রেগুলেটর ঘোষণা দিয়েছিল ফেসবুক এবং টুইটার বন্ধ করে দেওয়া হবে।

সেই সিদ্ধান্ত অনুযায়ী বার্তা ছিলো রোবববার রাত থেকে রাশিয়ার কেউই দুই সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন না। কিন্তু আজ ভোরে দেখা গেল, ফেসবুক, টুইটারের পাশাপাশি ইনস্টাগ্রামও আর কাজ করছে না দেশটিতে। নেটব্লক্স সাইবার সিকিওরিটি ওয়াচডগ সরকারিভাবে এই তথ্য প্রকাশ করেছে।

রাশিয়ার সরকারি তরফ থেকে বলা হয়েছে, সামাজিক মাধ্যম ব্যবহার করে তাদের সেনাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্টা হচ্ছে। সে কারণেই আপাতত সোশ্যাল নেটওয়ার্কগুলি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তাদের সরকার।

সাধারণ মানুষকে বলা হয়েছে, সাময়িক সময়ের জন্য যোগাযোগের বিকল্প ব্যবস্থা করে নিতে।

বিশেষজ্ঞদের বক্তব্য, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাশিয়ার একাংশের জনগণ দেশের বিরুদ্ধে যুদ্ধবিরোধী আন্দোলন গড়ে তুলছিল। বস্তুত, এখনো পর্যন্ত কয়েক হাজার মানুষকে যুদ্ধবিরোধী বিক্ষোভ দেখানোর জন্য গ্রেপ্তার করা হয়েছে।

সামাজিক মাধ্যম ব্যবহার করে যেহেতু দ্রুত জনমত গড়ে তোলা যায়, তাই সোশ্যাল নেটওয়ার্ক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।