মেন্স এএইচএফ কাপ হকিতে টানা দ্বিতীয় জয় পেয়েছে। সোমবার অনুষ্ঠিত ম্যাচে তারা ৭-০ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে। দুই ম্যাচ থেকে বাংলাদেশের পয়েন্ট ৬। প্রথম ম্যাচে বাংলাদেশ স্বাগতিক ইন্দোনেশিয়ার জালেও সাত গোল দিয়েছিল। সে ম্যাচে বাংলাদেশ ৭-২ গোলে জয় পেয়েছিল।
সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়েছিল। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরো চার গোল করেন। সোহানুর সবুজ করেছেন তিন গোল। বাংলাদেশের হয়ে অন্য গোলগুলো করেন আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, পুস্কার খিসা ও আরশাদ হোসেন। গ্রুপে বাংলাদেশের আরো দুটো ম্যাচ বাকি। এ দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান ও ওমান। ইরানের বিপক্ষে মঙ্গলবার এবং ওমানের বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ। হকির ষষ্ঠ আসর এটি। আগের পাঁচ আসরের শেষ তিন আসরেই বাংলাদেশ চ্যাম্পিয়ন।