logo
আপডেট : ১৬ মার্চ, ২০২২ ০১:১০
‘টপ মডেল’ এবার বাংলাদেশে

‘টপ মডেল’ এবার বাংলাদেশে

বিশ্বের শীর্ষস্থানীয় মডেল অনুসন্ধান এবং ফ্যাশন ইভেন্ট ‘টপ মডেলে’ প্রথমবার অংশগ্রহণের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। সেই লক্ষ্যে এরই মধ্যে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গেছে, নির্দিষ্ট ফি দিয়ে পাঁচটি বিভাগে নারী ও পুরুষ মডেলরা নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। সামগ্রিকভাবে বিজয়ী একজন বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ পাবেন চলতি বছরের ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় লন্ডলের মূল আয়োজনে।


এই আয়োজনের সমন্বয়ক ২০২১ সালের যুক্তরাজ্য টপ মডেল নির্বাচিত হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত আইরিশ মডেল-অভিনেত্রী মাকসুদা আক্তার প্রিয়তি। তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি, এই আয়োজন পুরুষ ও মহিলাদের জন্য জাতীয় বা আন্তর্জাতিকভাবে মডেল হওয়ার জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম হবে।’


২০০৭ সাল থেকে লন্ডনে এই মডেল অনুসন্ধান এবং ফ্যাশন ইভেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে।
‘টপ মডেলে’ নিবন্ধন ও বিস্তারিত জানতে ভিজিট করুন:https://www.topmodelbangladesh.com