logo
আপডেট : ১৫ মার্চ, ২০২২ ১৮:৩৭
৬১ লাখ ভারতীয় রুপি ও অস্ত্রসহ আটক ৫
রাঙামাটি প্রতিনিধি

৬১ লাখ ভারতীয় রুপি ও অস্ত্রসহ আটক ৫

৬১ লাখ ভারতীয় রুপি, অস্ত্র ও গোলাবারুদসহ পাঁচ যুবককে আটক

৬১ লাখ ভারতীয় রুপি, তিনটি স্বয়ংক্রিয় অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ পাঁচ যুবককে আটক করেছে বিএসএফ।

গত সোমবার বিকেলে রাঙামাটির সাজেক ও ভারতের মিজোরাম সীমান্তের কমলানগরের ছোট পানছড়ি এলাকায় থেকে মারপাড়া যাওয়ার পথে তাদের আটক করা হয়েছে। তাদের মারপাড়া বিএসএফ ক্যাম্পে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটকরা হলেন, বকুল কুসুম চাকমা ও তার চার সহযোগী।

তারা নিজেদের পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য দাবি করেছে বলে জানিয়েছে বিএসএফ সূত্র।

তবে এ দাবিকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন সাজেক অঞ্চলের ইউপিডিএফ সমন্বয়ক আর্জেন্ট চাকমা।

বাঘাইছড়ি থানার সার্কেল এসপি আব্দুল আওয়াল বলেন, ‘ভারতীয় রুপি ও অস্ত্র গোলাবারুদসহ পাঁচ যুবককে আটক করেছে বিএসএফ। আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক বলে জেনেছি। তবে বিএসএফের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।’