logo
আপডেট : ১৬ মার্চ, ২০২২ ০৯:৪২
বাংলাদেশে দায়িত্ব শুরু করতে পেরে আমি আনন্দিত: যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে দায়িত্ব শুরু করতে পেরে আমি আনন্দিত: যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে মঙ্গলবার পরিচয়পত্র পেশ করেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাস। ছবি- বাসস

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব শুরু করতে পেরে আনন্দিত বলে জানিয়েছেন দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাস। গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) এক বিবৃতিতে একথা জানান তিনি। পিটার হাস বলেন, ‘বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে আমার দায়িত্ব শুরু করতে পেরে আমি আনন্দিত।’

এর আগে মঙ্গলবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন পিটার। পরিচয়পত্র পেশের পর দেওয়া বিবৃতিতে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘রাষ্ট্রপতি হামিদের কাছে আমি আমার পরিচয়পত্র পেশ করতে পেরে সম্মানিত বোধ করছি। আমাকে অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য আমি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাই।’

তিনি বলেন, ‘বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সহযোগী। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বহুবিস্তৃত ও গতিশীল। অর্থনৈতিক বিষয়াদি, উন্নয়ন, নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে আমাদের সহযোগিতা আমাদের শক্তিশালী অংশীদারত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনার ব্যাপ্তিকে তুলে ধরে।’

যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত বলেন, ‘সরকারি কাজের বাইরে আমাদের দুই দেশের বন্ধনের মধ্য দিয়েও যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নিবিড়ভাবে সম্পৃক্ত। একসঙ্গে আমরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে আরো উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ করে গড়ে তোলার পাশাপাশি উভয় দেশের জনগণের জন্যই বৃহত্তর সমৃদ্ধি অর্জন করেছি।

‘এ বছর আমাদের দুই দেশের বন্ধুত্বের ৫০তম বার্ষিকী। আমার মেয়াদকালটি আমি আপনাদের সঙ্গে কাজ করতে এবং আগামী ৫০ বছর বা আরো দূর ভবিষ্যতে আমাদের সম্ভাব্য সম্পর্ককে আরো দৃঢ় করতে উন্মুখ।’