নারী বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের অবস্থা নাজুক। তিন ম্যাচের তিনটিতেই তারা হেরে গেছে। কিন্তু ব্যক্তিগত সাফল্যে সবাইকে ছাড়িয়ে গেছেন দলটির বা হাতি স্পিনার সোফি একলেসটন। দিনে দিনে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার জেস জোনাসেন। হয়েছেন আইসিসি ওমেন্স ওডিআই র্যাংকিংয়ের সেরা বোলার। শুধু ওয়ানডে নয়, একলেসটন টি-২০ ক্রিকেটের র্যাংকিংয়েরও সেরা বোলার।
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার দল হারলেও একলেসন ২০ রানে ৩ উইকেট পান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার শিকার ছিল এক উইকেট। কিন্তু দক্ষিণ আফ্রিকার মারিজানে ক্যাপ অসাধারণ পারফরম্যান্সে সে ম্যাচেও ইংল্যান্ডকে হারতে হয়। ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি। প্রথমবারের মতো ওয়ানডেতে ম্যাচে পাঁচ উইকেট শিাকর করেন। আর ব্যাট হাতে করেন ৩২ বলে ৪২ রান। এমন পারফরম্যান্সের পর বোলিং র্যাংকিংয়ের চার নম্বরে উঠে এসেছেন ক্যাপ। একই সঙ্গে তার এমন পারফরম্যান্স অলরাউন্ডার র্যাংকিংয়ে কোনো ক্ষতি হতে দেয়নি। তৃতীয় স্থান ধরে রেখেছেন।
ওয়েস্ট ইন্ডিজের হেলি ম্যাথুজ অল রাউন্ডার র্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন। তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। ইংল্যান্ডের বিপক্ষে ৪৩ রানে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতে করেছেন ৪০ রান। আর ভারতের বিপক্ষে তার পারফরম্যান্সও ছিল ঈর্ষনীয়। ৪৩ রান করেন। উইকেটও শিকার করেন একটি। তবে শীর্ষে থাকা ইলিসি পেরির সঙ্গে তার বড় পার্থক্য রয়েছে। ৮৭ পয়েন্ট পিছিয়ে রয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৮ রানের ঝলমলে ইনিংস খেলার পর ১৮ রানে এক উইকেট নিয়ে নিজের অবস্থান আরো সংহত করেছেন।