logo
আপডেট : ১৬ মার্চ, ২০২২ ১৭:৩৬
সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ
ঢাবি প্রতিনিধি

সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডিইউ) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় অবরোধ করেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডিইউ) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন।

বুধবার (১৬ মার্চ) বেলা ১১টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। এতে ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর ১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা ও শিক্ষকদের অনুরোধে ৭২ঘন্টা আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেন তারা।

আন্দোলনরত কবি নজরুল সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী সজীব আহমেদ বলেন, আমাদের কলেজে বাংলা বিভাগে ১৯০ জন পরীক্ষার্থী থেকে পাশ করেছে মাত্র ৪ জন। প্রশাসন আমাদের কোনো দাবিই মানছে না। তাই আজকে আমরা অবরোধ করেছি।

একই কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। দাবি না মানলে আমরা রাস্তা ছাড়বো না।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো-

১. করোনা সংক্রমণের কারণে সিজিপিএ শর্ত শিথিল করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের (১৯-২০, ১৮-১৯, ১৭-১৮) প্রকাশিত সব বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীকে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।

২. দর্শন বিভাগের প্রশ্নের মানবণ্টন পরিবর্তন করতে হবে। ১০০ নম্বরের পরিবর্তে ৮০ নম্বরের পরীক্ষা নিতে হবে ও ২০ নম্বর ইনকোর্সের মাধ্যমে যোগ করতে হবে।

৩. গণহারে অকৃতকার্য হওয়ার কারণ ও প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে ও এর স্থায়ী সমাধান করতে হবে।