logo
আপডেট : ১৬ মার্চ, ২০২২ ১৭:৪৭
রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
সমঝোতার আশা করছি তবে সহজ নয়: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

সমঝোতার আশা করছি তবে সহজ নয়: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান শান্তি আলোচনা ‘সহজ নয়’ তবে আশা করা যায় যে একটি সমঝোতা হবে।

‘আমি এই তথ্যটা দিচ্ছি আমাদের শান্তি আলোচনার মধ্যস্থতাকারীদের মূল্যায়নের ভিত্তিতে,’ বলেন লাভরভ।

‘কিছু সুনির্দিষ্ট কারণে এই আলোচনা সহজ নয়। তারপরও একটা সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে আশা করা যায়।’ সিএনএন এই তথ্য জানিয়েছে রয়টার্সকে উদ্ধৃতি করে।

তিনি বলেন, সমস্যা শুধুমাত্র কেবল ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান ও নিরস্ত্রীকরণ নয় বরং পূর্ব ইউক্রেনের জনগণের নিরাপত্তা নিয়েও কিছু সমস্যা রয়েছে।

পূর্ব ইউক্রেনের ডোনেস্ক এবং লুহানস্ক অঞ্চল দুটি রুশ সমর্থিত বিদ্রোহীরা নিয়ন্ত্রণ নিয়েছে।

সূত্র: বিবিসি।