logo
আপডেট : ১৬ মার্চ, ২০২২ ১৭:৫৬
ঢাবির পরিবহনে যুক্ত হলো আরো দুটি বাস
ঢাবি প্রতিনিধি :

ঢাবির পরিবহনে যুক্ত হলো আরো দুটি বাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহনে দুটি বাস প্রদান করেছে সিটি ব্যাংক এবং ইফাদ গ্রুপ

শিক্ষার্থীদের যাতায়াত সুবিধাজনক করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহনে দুটি বাস প্রদান করেছে সিটি ব্যাংক এবং ইফাদ গ্রুপ।

বুধবার (মার্চ ১৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের হাতে বাসের চাবি হস্তান্তর করেন সিটি ব্যাংকের চেয়্যারম্যান আজিজ আল কায়সার এবং ইফাদ গ্রুপের চেয়্যারম্যান ইফতেখার আহমেদ টিপু।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ ছামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়্যারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত ইসলাম, সিটি ব্যাংকের সিইও মাসরুর আরেফিনসহ শিক্ষার্থী এবং দুই গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা৷

অনুষ্ঠানে আজিজ আল কায়সার বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাস প্রদান করতে পেরে আমরা আনন্দিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের উন্নয়নে অগ্রগণ্য ভূমিকা পালন করে থাকে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল ২০০ শিক্ষার্থীকে মাসিক ৫ হাজার টাকা করে বৃত্তির ঘোষণা দেন তিনি।

ইফাদ গ্রুপের চেয়্যারম্যান ইফতেখার আহমেদ ইপু বলেন, এর আগেও আমরা ১২টি বাস বিভিন্ন কলেজে উপহার দিয়েছি ৷ আমরা এ রকম কাজে যুক্ত হয়ে গর্বিত বোধ করছি।

অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত ইসলাম বলেন, এটা আসলে সাহায্য নয়, বিনিয়োগ ৷ আজকে বিনিয়োগ করলে আগামীতে শিক্ষার্থীদের মাধ্যমে ইন্ডাস্ট্রি উপকৃত হবে ৷ ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের মানবসম্পদ তৈরি করে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে।

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এমন উদ্যোগ ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার যুগপৎ সমন্বয়ের বড় উদাহরণ ৷ এ সকল অনুষ্ঠানের মাধ্যমে অন্যান্য ইন্ডাস্ট্রিও এগিয়ে আসবে।

এ সময় দুটি বাস প্রদান করায় সিটি ব্যাংক এবং ইফাদ গ্রুপকে কৃতজ্ঞতা জানান তিনি।