দেশে করোনাভাইরাস পরিস্থিতির লক্ষ্যণীয় উন্নতি হয়েছে। মঙ্গলবারের মতো বুধবার সকাল ৮টা পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। গত ২৪ ঘণ্টার করোনা প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর এর আগে কেবল ২০২১ সালের ৯ ডিসেম্বর মৃত্যু শূন্য দিন ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনের তথ্য অনুযায়ী, কমে আসছে করোনা সংক্রমণের হার। শনাক্তের হারও নেমেছে দুই ভাগের নিচে। শেষ ২৪ ঘণ্টায় দেশের ৩৫ জেলায় নমুনা পরীক্ষায় কারো কোভিড-১৯ শনাক্ত হয়নি।
এছাড়া ১২ জেলায় একজন করে এবং ছয় জেলায় ২ জন করে শনাক্ত হয়েছে।
বুধবার সকাল ৮ টা থেকে তার আগের ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭৯ জনের নমুনা পরীক্ষায় ১৮২ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট ১৯ লাখ ৫০ হাজার ১২৪ জনের করোনা শনাক্ত হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, শরিয়তপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, বান্দরবান, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রংপুর, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, ভোলা, পিরোজপুর, বরগুনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার শূন্য।
একজন করে শনাক্ত হয়েছে, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, ফেনী, চাঁদপুর, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, যশোর, খুলনা, মেহেরপুর, পটুয়াখালী ও ঝালকাঠি জেলায়।
এছাড়া দুই জন করে শনাক্ত হয়েছে নরসিংদী, চট্টগ্রাম, রাজশাহী, জয়পুরহার, ঠাকুরগাঁও ও ঝিনাইদহ জেলাতে।
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১৯২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৯ হাজার ১১২ জনের মৃত্যু হয়েছে।
দেশে এ পর্যন্ত এক কোটি ৩৬ লাখ ৭৮ হাজার ৬৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯০ লাখ ৯২ হাজার ৯০৬টি নমুনা শনাক্ত হয়। আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ৮৫ হাজার ৭২৬টি নমুনা।
দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৪ দশমিক ২৬ ভাগ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৬৭ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৪৯ ভাগ।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের উহানে অজানা রোগ শনাক্তের খবর জানানো হয়। এরপর চিকিৎসা বিজ্ঞানীরা এই ভাইরাসকে চিহ্নিত করে এর নাম দেন কোভিড-১৯।
বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের খবর জানায় দেশের স্বাস্থ্য বিভাগ। প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ।