logo
আপডেট : ১৭ মার্চ, ২০২২ ১৫:১৯
পলাতক আসামিদের কেক খাইয়ে ওসি প্রত্যাহার
কক্সবাজার প্রতিনিধি

পলাতক আসামিদের কেক খাইয়ে ওসি প্রত্যাহার

ওসি মুহাম্মদ ওসমান গণিকে কেক খাইয়ে দিচ্ছেন হত্যা মামলার অভিযুক্ত আসামিরা

হত্যাচেষ্টা মামলার পলাতক আসামিদের সঙ্গে থানায় জন্মদিনের কেক কাটায় চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গণিকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেন কক্সবাজার পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ‘থানার মধ্যে পলাতক আসামিদের সঙ্গে ওসির জন্মদিন পালন, আসামিদের কেক খাইয়ে দেওয়া ও তাদের সঙ্গে তোলা ছবি কয়েকটি গণমাধ্যমসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

‘এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তাই তাকে (ওসি) প্রত্যাহারের পর কক্সবাজার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে’, বলেন এডিশনাল এসপি রফিকুল ইসলাম।

গত ২ মার্চ বিকেলে হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি আরহান মাহমুদ ওরফে রুবেল চকরিয়া থানায় ওসি মুহাম্মদ ওসমান গণিকে জন্মদিনের কেক খাইয়ে দেন। ওই মুহূর্তের ছবি পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

যেখানে দেখা গেছে, ওসি ওসমান গণি মাঝখানে দাঁড়িয়ে আছেন। তার বাঁয়ে কালো কোট পরা আরহান, আলিফসহ কয়েকজন ওসির মুখে জন্মদিনের কেক তুলে দিচ্ছেন। ওসিও আরহানকে কেক খাইয়ে দেন। এরপর আরহানের সঙ্গে যাওয়া তরুণদের নিয়ে ওসি ফটোসেশন করেন।