logo
আপডেট : ১৭ মার্চ, ২০২২ ১৬:৪৯
ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠক আহ্বানের অনুরোধ
নিজস্ব প্রতিবেদক

ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠক আহ্বানের অনুরোধ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক (ফাইল ছবি)

ইউক্রেনে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতির মুখে যুক্তরাষ্ট্রসহ ৬টি দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের অনুরোধ জানিয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) এ তথ্য জানিয়েছে এএফপি ও বিবিসি।

জরুরি বৈঠক চাওয়া দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, আলবেনিয়া, নরওয়ে ও আয়ারল্যান্ড।

জাতিসংঘে ব্রিটেনের কূটনীতিক মিশন বুধবার তাদের টুইটার অ্যাকাউন্টে বলেছে, ‘রাশিয়া যুদ্ধাপরাধ ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইউক্রেনে রাশিয়ার অবৈধ যুদ্ধ আমাদের প্রতি একটি হুমকি।’

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। এরমধ্যে রাশিয়া ইউক্রেনে হামলা চালাচ্ছে। আর চীন আপাতদৃষ্টিতে নিরপেক্ষ বলে মনে হলেও কূটনীতিকদের দাবি, রাশিয়ার পক্ষাবলম্বন করছে। ফলে নিরাপত্তা পরিষদ বৈঠক ডেকে বাকি দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে কতটা শক্ত অবস্থান নিতে পারবে সে বিষয়ে সংশয় রয়েছে। প্রসঙ্গত স্থায়ী ৫টি দেশের ঐকমত্য ছাড়া নিরাপত্তা পরিষদ বৃহৎ সিদ্ধান্ত গ্রহণে সক্ষম নয়। 

এ দিকে একই দিন সকালের দিকে রাশিয়া ইউক্রেনের ‘মানবিক’ পরিস্থিতির ব্যাপারে করা খসড়া প্রস্তাবের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোট আবারো স্থগিত করার আহ্বান জানিয়েছে।

এ ভোট শুক্রবার সকালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথমে বুধবার ও পরে বৃহস্পতিবার বিকেলে এ ভোট হওয়ার কথা ছিল।