logo
আপডেট : ১৭ মার্চ, ২০২২ ২০:৫০
সোনারগাঁওয়ে সুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণ চেষ্টায় ৭ ইউনিট
নারায়ণগঞ্জ প্রতিনিধি

সোনারগাঁওয়ে সুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণ চেষ্টায় ৭ ইউনিট

নারায়ণগঞ্জের সোনারগাঁও মেঘনায় শান ফেব্রিক্স নামের একটি সুতা তৈরির কারখানার গুদামে ভয়াবহ আগুন লেগেছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, শান ফেব্রিক্স নিটিং নামে সুতা তৈরির কারখানাটি গুদামে সুতা ও তুলা মজুত ছিল। এখানে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। এগুলো দাহ্যদ্রব্য হওয়ায় আগুন দ্রুত পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট এসে আগুনে নেভানোর কাজ করছে।

সোনারগাঁ থানার উপপরির্দশক মোহাম্মদ মিজান জানান, শান ফেব্রিক্স নামের ওই কারখানাটির ভেতরের এক অংশে তুলা থেকে সুতা বানানো হয়। সেখানে কাজ চলছিল। কারখানার ভেতরে অনেক মেশিন ছিল। সেগুলোতে কাজ চলছিল। এছাড়াও গুদামে তুলা, সুতা ও কাপড়ও রাখা ছিল। আজ সন্ধ্যায় হঠাৎ শ্রমিকরা গুদামে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশও ছুটে এসে জননিরাপত্তার ব্যবস্থা করেছে। এখনো পর্যন্ত আগুনে কোন হতাহতের খবর পাইনি।