logo
আপডেট : ১৭ মার্চ, ২০২২ ২২:০৪
জেলেনস্কির জনপ্রিয় কমেডি সিরিজ আসছে নেটফ্লিক্সে
ভোরের আকাশ ডেস্ক

জেলেনস্কির জনপ্রিয় কমেডি সিরিজ আসছে নেটফ্লিক্সে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একসময় তিনি ছিলেন কৌতুক অভিনেতা। কমেডি সিরিজের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে জেলেনস্কির জনপ্রিয় কমেডি সিরিজ আবার সম্প্রচারিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

জেলেনস্কির অভিনয় করা ‘সার্ভেন্ট অব দ্য পিপল’ সিরিজটি ফিরিয়ে আনার খবর এক টুইট বার্তায় নিশ্চিত করেছে নেটফ্লিক্স।

টুইটার বার্তায় জানানো হয়েছে, ‘আপনারা চেয়েছিলেন, আর এটা ফিরে এসেছে।’

‘সার্ভেন্ট অব দ্য পিপল’ এর প্রথম সম্প্রচার শুরু হয় ২০১৫ সালে। সেখানে শিক্ষকের চরিত্রে অভিনয় করেছিলেন জেলেনস্কি। সিরিজটিতে দুর্নীতি নিয়ে অভিযোগ তুলে ওই শিক্ষকের একটি ভিডিও ভাইরাল হয়।

ইউক্রেনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সিরিজটি। এর জেরেই রাজনীতির মাঠে পা রাখেন জেলেনস্কি। সিরিজটিতে দেখানো রাজনৈতিক দলের নামেই বাস্তবে একটি দল প্রতিষ্ঠা করা হয়। সেই দল থেকে ২০১৯ সালের নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোট পান জেলেনস্কি। এরপর থেকেই ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি।