logo
আপডেট : ১৭ মার্চ, ২০২২ ২২:১৭
বঙ্গবন্ধুর জন্মদিনে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর জন্মদিনে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা

বঙ্গবন্ধুর জন্মদিনে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় আলোচকবৃন্দ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা করেছে বঙ্গবন্ধু পরিষদ।

বুধবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. এস এ মালেক, সাধারণ সম্পাদক আ ব ম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. শেখ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

আ ব ম ফারুক বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন এবং একই দিনে জাতীয় শিশু দিবস পালন করা হয়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিবস পালন করেন। কেননা বঙ্গবন্ধু শিশুদের খুব পছন্দ করতেন। যেটি তার অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ করেছেন।

তিনি বলেন, একটি পক্ষ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে দিচ্ছে। সয়াবিনের দাম কেন এত বৃদ্ধি পাবে? পেঁয়াজের দাম কেন বৃদ্ধি পাবে? কারণ এগুলো করলে সরকারের দুর্নাম হয়। আপনাদের প্রত্যেকেরই এ বিষয়ে সচেতন হতে হবে। যার যেখানে কাজ করার সমর্থ আছে সে সেভাবেই কাজ করুন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ওপর আলোচনা কখনো শেষ হবে না। এটি যুগ যুগ ধরে চলবে। তিনি যদি আজ বেঁচে থাকতেন তবে কী না হতো। আজকে আমরা শপথ নিব, আমাদের বাচ্চাদেরকে বঙ্গবন্ধুর আদর্শে সুন্দরভাবে গড়ে তুলবো।

ড. শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, বঙ্গবন্ধু না হলে এই বাংলাদেশ হত না। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একই সূত্রে গাঁথা। এজন্য বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, একটি পক্ষ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যেটি আমরা দেখতে পেয়েছি স্বাধীনতা উপলক্ষে সাহিত্য পুরস্কার প্রদানের জন্য নাম ঘোষিত হয়েছে। এই পুরস্কারের জন্য যার নাম ঘোষণা করা হয়েছে তাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ করাই এর উদ্দেশ্য।

আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এরপর সভাপতির বক্তব্য শেষে আলোচনা সভা সমাপ্ত করা হয়।