প্রথম লেগে নিজেদের মাঠে খেলার বাড়তি সুবিধা কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। গোল শূন্য ড্র করেছিল। ফলে ফিরতি লেগ নিয়ে দুঃশ্চিন্তার শেষ ছিল না। নিজেদের মাঠের খেলায় গালাতাসারে আগে গোল করে সেই দুঃশ্চিন্তা আরো বাড়িয়ে দিয়েছিল। তবে সব উদ্বেগ উড়িয়ে দিয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে আগে গোল হজম করেও ২-১ গোলে জয় পেয়েছে তারা।
স্বাগতিক দল গালাতাসারে ম্যাচের বয়স আধাঘন্টা হওয়ার আগেই বার্সেলোনার বুকে ছুরি বসিয়ে দিয়েছিল। মারকাও করেন গোলটি। বিরতির কয়েক মিনিট আগে পেদ্রি অসাধারণ এক গোল করে সমতা ফিরিয়ে আনেন। সে সঙ্গে মিইয়ে যাওয়া আশা আবার ফিরিয়ে আনেন। বিরতির পরপরই বার্সেলোনাকে এগিয়ে নেন পিয়েরে ইমেরিক আওবামেয়াং। সে সঙ্গে বার্সেলোনার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যায়।
আওবায়েমাংয়ের গোলের আগে বার্সেলোনা থেকে ধারে খেলতে আসা গোলরক্ষক ইনাকি অসাধারণ দক্ষতার পরিচয় দেন। বার্সেলোনাকে দুই দুটো গোল থেকে বঞ্চিত করেন।