নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ জঙ্গি নেতা মুফতি হান্নানের ভাই ও আনসার আল ইসলামের সংগঠক মুন্সি ইকবাল আহমেদকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত।
পাঁচদিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক মো. সাদরুজ জামান আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শুক্রবার (১৮ মার্চ) সাভার থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা মো. মোজাম্মেল কারাগারে পাঠানোর বিষয়টি ভোরের আকাশকে নিশ্চিত করেন।
গত ১২ মার্চ সাভার মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মুন্সি ইকবাল আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে গত ১১ মার্চ ঢাকার সাভার থানার রাজাসন এলাকা থেকে ইকবাল আহমেদকে গ্রেপ্তার করে র্যাব-৪। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন, উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।