logo
আপডেট : ১৮ মার্চ, ২০২২ ১৮:২৫
তামিম-লিটনকে হারিয়ে ১০০ পার বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক

তামিম-লিটনকে হারিয়ে ১০০ পার  বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ ক্রিকেট দল।

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে সফরকারী বাংলাদেশ। শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৫টার পরে শুরু হওয়া এ ওয়ানডে ম্যাচে ২৫ ওভারে দুটি উইকেট হারিয়ে ১১২ রান করেছে বাংলাদেশ।

ধীর লয়ে শুরু করলেও দেখে শুনেিআস্থার সঙ্গে কেলছিলেন উদ্বোধনী জুটিতে অধিনায়ক তামিম ও লিটন দাস। শেষ পর্যন্ত তামিম আফ্রিকান বোলার পেহলুকওয়ায়োর বলে লেগ বিফোর উইকেট হয়ে মাঠ ছাড়ার আগে ৬৭ বলে ৪৪, এবং ম্যাচের ২২তম ওভারের শেষ বলে লিটন দাস মহারাজের বলে বোল্ড হয়ে যান সমান সংখ্যক বলে হাফ সেঞ্চুরি করে।

উইকেটে এখন আছেন ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান ও উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এর আগে ২১টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। জয় আছে ৪টি, হার ১৭টি। চারটি জয়ের দু’টি ঘরের মাঠে এবং অন্য দু’টি নিরপেক্ষ ভেন্যুতে।

তবে দক্ষিণ  আফ্রিকায় টাইগারদের পারফরম্যান্স ভীষণ বিবর্ণ । এবারের সফরের আগে মোট তিনবার দক্ষিণ আফ্রিকায় দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ। তিন সিরিজে অনুষ্ঠিত ৮টি ম্যাচে বাংলাদেশের জয়ের কোন রেকর্ড নেই।

সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। সুপার লিগের টেবিলে ১৫ ম্যাচে ১০ জয়, ৫ হারে ১০০ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ।

আর ১০ ম্যাচে ৩ জয়, ৫ হার ও ২টি পরিত্যক্ত ম্যাচের কারণে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের দশমস্থানে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলি, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ : তেম্বা বাভুমা (অধিনায়ক), জনেমান মালান, আইডেন মার্করাম, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, কাইল ভেরেইনে (উইকেটরক্ষক), আন্ডিলে ফেলুকুয়াও, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি।