logo
আপডেট : ১৯ মার্চ, ২০২২ ০৯:১০
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
কো. ফাইনালে রিয়াল মাদিদ্রকে পেলো চেলসি
ক্রীড়া ডেস্ক

কো. ফাইনালে রিয়াল মাদিদ্রকে পেলো চেলসি

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে কঠিন প্রতিপক্ষ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। তারা মুখোমুখি হবে ১৩বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। অন্য তিন কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটি খেলবে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদের। লিভারপুল মুখোমুখি হবে বেনফিকার। আর বায়ার্ন মিউনিখ খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে।

কোয়ার্টার ফাইনালের ড্রতে একই দেশের ক্লাবের মুখোমুখি হওয়া এড়াতে পারলেও সেমিফাইনালে আর তা হচ্ছে না। কেননা ইংলিশ প্রিমিয়ার লিগেরই দল রয়েছে তিনটি। সেমিফাইনালে চেলসি ও রিয়ালের মধ্যকার জয়ী দল ম্যানচেস্টার সিটি ও অ্যাতলেতিকো মাদ্রিদের মধ্যে খেলা জয়ী দলের মুখোমুখি হবে। সে ক্ষেত্রে প্রিমিয়ার লিগের দুই দলের যেমন মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে তেমনি রয়েছে স্প্যানিশ দুই ক্লাবের মুখোমুখি হওয়ার সম্ভাবনা। তবে অন্য ম্যাচে সেমিতে তেমন সম্ভাবনা নেই। কেননা বেনফিকা খেলছে লিভারপুলের বিপক্ষে। এখানকার জয়ী দল মুখোমুখি হবে ভিয়ারিয়াল ও বায়ার্ন মিউনিখের মধ্যে জয়ী দলের বিপক্ষে।

কোয়ার্টার ফাইনালের এমন ড্র’র ফলে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তি প্রথম লেগের খেলার জন্য তার সাবেক ক্লাব চেলসিতে আসবেন। চেলসি কোচ এ ম্যাচকে কঠিন বলে বর্ণনা করেছেন। টুখেলের জন্য নিষেধাজ্ঞা এ ম্যাচকে আরো কঠিন করে তুলেছে। কেননা উভয় লেগই নিজ দেশের সমর্থকদের ছাড়াই তাদের খেলতে হবে।
শুক্রবার ড্র’র পর চেলসি কোচ টুখেল বলেন, ‘দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের সমর্থকদের সামনে খেলাটা হবে কঠিন। সামনে কি কঠিন সময় আসছে তা আমরা জানি। তবে ফিক্সচার নিয়ে যথেষ্ঠ উত্তেজনা রয়েছে। ইংলিশ ক্লাবকে এড়ানো গেছে। ইংলিশ ক্লাবের তুলনায় ইউরোপের অন্য যে কোনো ক্লাবের বিপক্ষে খেলাটা বেশি উপভোগ্য হয়।’

দর্শকছাড়া খেলা সম্পর্কে টুখেল বলেন, আশা করছি আমরা একটা সমাধান পাব। আমি নিশ্চিত ক্লাবের প্রত্যেকে, বোর্ড সদস্য সবাই এ জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। আশা করছি একটা সমাধান বের হয়ে আসবে।

গত আসরেও রিয়াল মাদ্রিদ ও চেলসি মুখোমুখি হয়েছিল। সে সময়ে সেমিফাইনালে চেলসির কাছে হেরে গিয়েছিল রিয়াল। এবার অবশ্য পুনরাবৃত্তি না হওয়ার সম্ভাবনাই বেশি। এমনিতে মাঠে ও মাঠের বাইরে চেলসির অবস্থা সুবিধাজনক নয়। প্রিমিয়ার লিগে শীর্ষস্থান থেকে অনেক পেছনে তারা। আর মাঠের বাইরে ক্লাবের মালিক রোমান ইব্রামোভিচকে নিয়ে বিভিন্ন সমস্যায় রয়েছে তারা। অন্যদিকে রিয়াল মাদ্রিদ লা লিগায় উড়ছে।

আগামী ৫ ও ৬ এপ্রিল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলা অনুষ্ঠিত হবে। ফিরতি লেগের খেলা হবে ১২ ও ১৩ এপ্রিল।

সেমিফাইনালের প্রথম লেগের খেলা ২৬ ও ২৭ এপ্রিল। ফিরতি লেগের খেলা ৩ ও ৪ মে।

ফিক্সচার

চেলসি-রিয়াল মাদ্রিদ

ম্যানচেস্টার সিটি-অ্যাতলেতিকো মাদ্রিদ

ভিয়ারিয়াল-বায়ার্ন মিউনিখ

লিভারপুল- বেনফিকা