logo
আপডেট : ১৯ মার্চ, ২০২২ ১০:২৪
দলে ফিরেছেন মেসি
ক্রীড়া ডেস্ক

দলে ফিরেছেন মেসি

পিএসজির অনুরোধে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার সবশেষ দুটি ম্যাচের দলে ছিলেন না লিওনেল মেসি। তার করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এলেও শারীরিক ও মানসিক ধকল কাটানোর সুযোগ দেওয়া হয়েছিল। কয়েকদিন বিরতির পর আবার দলে ফিরেছেন আর্জেন্টিনা অধিনায়ক। ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে আসন্ন বিশ্বকাপের বাছাই পর্বের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

শুক্রবার ঘোষিত ৩৩ সদস্যের দলে বিভিন্ন কারণে ডাক পাননি আর্জেন্টিনার সাত নিয়মিত ফুটবলার। গত বছর করনাভাইরাস প্রোটোকল ভেঙে ব্রাজিলে বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে নিষেধাজ্ঞা পাওয়ায় নেই এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, এমিলিয়ানো বুয়েনদিয়া ও জিওভানি লো সেলসো। চোটের কারণে জায়গা পাননি মার্কোস আকুনিয়া ও আলেহান্দ্রো গোমেজ। বাঁ পায়ের চোট থেকে সম্প্রতি সেরে ওঠা পাওলো দিবালাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি আলবিসেলেস্তেরা। তাই তাকেও রাখা হয়নি স্কোয়াডে।

২০২২ কাতার বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আগামী ২৬ মার্চ নিজেদের মাঠে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ৩০ মার্চ ইকুয়েডর মাঠে আতিথ্য নেবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের মূল পর্বে খেলা আগেই নিশ্চিত করেছে স্কালোনির শিষ্যরা। ১৫ ম্যাচে ১০ জয় ও পাঁচ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার দুই নম্বরে। সমান ম্যাচে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

আর্জেন্টিনা দল:


গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি (রিভারপ্লেট), হুয়ান মুস্সো (আতালান্তা), জেরোনিমো রুলি (ভিয়ারিয়াল);


ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল (সেভিয়া), হুয়ান ফোইথ (ভিয়ারিয়াল) নাহুয়েল মোলিনা (উদিনেসে), জার্মান পেজ্জেয়া (রিয়াল বেতিস), লুকাস মার্তিনেজ কুয়ার্তা (ফিওরেন্তিনা), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেজ (আয়াক্স), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স);

মিডফিল্ডার: ফ্রাঙ্কো কারবোনি (ইন্টার মিলান), লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), রদ্রিগো দে পল (অ্যাতলেতিকো মাদ্রিদ), এসেকিয়েল পালাসিওস (বেয়ার লেভারকুসেন), লুকা রোমেরা (লাৎসিও), আলেক্সিস মাক আলিসতার (ব্রাইটন), ভালেন্তিন কারবোনি (ইন্টার মিলান), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস পাজ (রিয়াল মাদ্রিদ), তিয়াগো জেরালনিক (ভিয়ারিয়াল), মানুয়েল লানজিনি (ওয়েস্ট হ্যাম);

ফরোয়ার্ড: আনহেল কোরেয়া (অ্যাতলেতিকো মাদ্রিদ), মাতিয়াস সুলে (জুভেন্তাস), লুকাস ওকাম্পোস (সেভিয়া), আনহেল দি মারিয়া (পিএসজি), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্তিনা), হোয়াকিন কোরেয়া (ইন্টার মিলান), লিওনেল মেসি (পিএসজি), লুকাস বোয়ে (এলচে), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেজ (রিভারপ্লেট)।